নিউজলেটারে সাবস্ক্রাইব করুন
বিশ্ববিদ্যালয় হলো এমন কিছু বিষয় নিয়ে মানুষ জ্ঞানচর্চা করতে পারে, যেখান থেকে specialist রা আসবে, গবেষণা হবে ইত্যাদি - এ সব বিষয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে অন্য কোনো বিশ্ববিদ্যালয় সেই সক্ষমতা পূরণ করতে পারেনি আজও। তবে নিশ্চয় সামনে অন্য বিশ্ববিদ্যালয় সক্ষম হবে বলে আশা করা যায়। তবে বাংলাদেশের সামগ্রিক শিক্ষার মান থেকে প্রশ্ন তুলতে পারেন যে তাহলে এই criteria পূরণ কি শুধু কাগজে কলমে? হ্যাঁ অনেকটা তাই।
বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকার বাইরে যে কয়টা আছে তাদের অবস্থা তথৈবচ । তবে যদি কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শুধু বিশেষায়িত কিছু বিষয়ে ডিগ্রি নেবার আর্থিক সংগতি আপনার না থাকে, তাহলে এদেশে আপনার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় তথা ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে কোনো গতি নেই।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি আছে সেগুলো রীতিমত হাস্যকর। ২০২০ এ পরীক্ষা দিলে তার খাতা দেখা হবে ২০২২ এ, এমন অবস্থার দেখা মেলে। তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে হবেই, ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে তেমন জায়গা নেই যেখানে আপনি যেকোনো বিষয়ে মানসম্মত রিসোর্স পাবেন। আমি জাহাঙ্গীরনগর কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে খাটো করছি না কিন্তু তারা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ হতে পারেনি।
তবে এখানে ঢাবির ছাত্রদের অবদান নিয়ে কথা আসতে পারে, এখানে কেন যেন নব্য গ্র্যাজুয়েটদের একটা সুপেরিওরিটি কমপ্লেক্স কাজ করে যে তারা না থাকলে দেশ স্বাধীন হতো না যেখানে ৬৯ এর অভ্যুত্থানের অন্যতম ক্যাটালিস্ট ছিলো রাজশাহীতে ড. শামসুজ্জোহার মৃত্যু এবং ৭১ এ চট্টগ্রামেও একটা বিশ্ববিদ্যালয় ছিলো। কারো অবদান খাটো করে দেখবার নয়। আমি তাই এই প্রশ্ন-উত্তরে ইতিহাস টেনে ওভার Glorify করার চেষ্টা করব না। (কে না কে আবার বলে ফেলে, আগে চান্স পেয়ে দেখান!!! - এটাও একটা সুপেরিওরিটি কমপ্লেক্স বাদে কিছুই না)
ইতিহাস ঐতিহ্য হাবিজাবি বাদ দিন। দিনশেষে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাটা কেরানিই পয়দা করবে। আরেকটা হুমায়ুন আজাদ, আহমদ ছফা, আবদুর রাজ্জাক কিংবা সত্যেন বোস না। তাই বাংলাদেশে বিশ্ববিদ্যালয় নির্বাচনের সময় আপনার লক্ষ্য থাকবে কোথা থেকে কম খরচে আপনি কেরানি হবার যোগ্যতা অর্জন করছেন কিংবা বিদেশে স্নাতকোত্তর পড়তে যাওয়ার টিকেট পাচ্ছেন। Sad But True। আপনি বাংলাদেশে থাকলে এই vicious cycle থেকে বের হতে পারবেন না। কমের মধ্যে যা ভালো পান তাই নিয়ে নেন। না হলে পরে পস্তাবেন। ধন্যবাদ সবাইকে।
মন্তব্যসমূহ